বাকসায় সাংবাদিকদের উপর আক্রমণ, শিলচরে বিক্ষোভ বাৰ্তাজীবী সংঘের
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : বাকসায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর আক্রমণ এবং মিডিয়ার গাড়িতে আগুন লাগানো গণতন্ত্রের পরিপন্থী। প্রতিবাদের নামে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অসম বাৰ্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছে। শুক্রবার শিলচর প্রেসক্লাব প্রাঙ্গণে অসম বাৰ্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটির কর্মী সদস্যরা দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে বাকসায় সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, গত বুধবার জুবিন গার্গের মৃত্যুর দায়ে অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, পরেশ বৈশ্য, সন্দীপন গর্গ এবং নন্দেশ্বর বরাকে বাক্সা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আর তখনই সাংবাদিকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা । এভাবে সাংবাদিকদের উপর আক্রমণ এবং মিডিয়ার গাড়ি পোড়ানো গণতন্ত্রের বিরোধী। প্রতিবাদের নামে সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানায় অসম বাৰ্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটি। সেইসঙ্গে সরকারকে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জুবিন গর্গের মৃত্যুর তদন্ত ত্বরান্বিত করার দাবি জানানো হয়।
এদিন কর্মসূচিতে অসম বাৰ্তাজীবী সংঘের জাতীয় সদস্য অভিজিৎ ভট্টাচার্য, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি রতন দেব, কাছাড় জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, অসম বাৰ্তাজীবী সংঘের দক্ষিণ পশ্চিম সংমণ্ডলের সম্পাদক গৌতম তালুকদার, জেলা সাধারণ সম্পাদক রত্নদীপ দেব, সুব্রত দাস, শমিন্দ্র পাল, দীপক পাল, অরূপ নন্দী, আশিস দাস, বিশ্বজিৎ আচার্য, রানু দত্ত, রাজু চৌধুরী, বিশ্বজিৎ রায় কিষাণ মালা প্রমুখ উপস্থিত ছিলেন।

