মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার পুলিশের

১২ অক্টোবর : দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেপ্তর করা হয় অভিযুক্তদের। বাকি অভিযুক্তদের খোঁজে পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। শনিবার রাতেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। সহপাঠীর সঙ্গেও কথা বলেছেন তিনি।

নির্যাতিতা তরুণী দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। ওড়িশার বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেই সময় কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে রাতেই তরুণীর সহপাঠীকে আটক করে পুলিশ। পরে আরও দু’জনকে আটক করে পুলিশ। সূত্রের খবর, রবিবার সকালে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!