ধলাই থেকে চার প্রাক্তন এপি সদস্য সহ ৮০ জন বিজেপি কর্মী কংগ্রেসে যোগ

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধলাইয়ে উপনির্বাচনের আগেই দলবদল শুরু হল। বুধবার শাসকদলের প্রায় ৮০ জন কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। এ দিন শিলচর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন  ৮০ জনের অধিক বিজেপি কর্মকর্তারা। তাদের জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়।

এদিন কংগ্রেস দলে যোগদান করেন পালংঘাট ব্লকের প্রাক্তন এপি সদস্য বিক্রম সিং, গঙ্গানগর জিপির  প্রাক্তন এপি সদস্য আলতাফ হোসেন বড়ভূইয়া, ময়নারখাল জিপির প্রাক্তন এপি সদস্য রামজি কুর্মি।
দর্মিখাল জিপির প্রাক্তন এপি সদস্য রিঙ্কু আচার্য, আলতাফ হুসেন আহমেদ, বদরুল হুসেন লস্কর সহ অন্যান্যরা।

ধলাই থেকে চার প্রাক্তন এপি সদস্য সহ ৮০ জন বিজেপি কর্মী কংগ্রেসে যোগ

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তারা যোগদান করেছেন। তিনি তাঁদের স্বাগত জানিয়ে বলেন, আশাবাদী  আজ তাঁদের কংগ্রেসে যোগদানের ফলে পালংঘাট ব্লকসহ ধলাই কংগ্রেস আরও শক্তিশালী হবে।  আগামী দিনে ধলাইয়ে উপনির্বাচনে কংগ্রেসের জয়লাভ করবে। আগামীতেও আরও বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে কর্মী সমর্থকরা কংগ্রেসের যোগদান করবেন বলে তিনি জানান।

Author

Spread the News