ভারী বৃষ্টিপাতে দক্ষিণে ৮ জনের মৃত্যু

৫ ডিসেম্বর : অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আগের দিন থেকেই একপ্রকার তাণ্ডব দেখাচ্ছে মিগজাউম। রবিবার থেকেই তার দাপটে শুরু হয়েছে বৃষ্টিপাত। রবিবার থেকেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে একপ্রকার বিপর্যস্ত চেন্নাই। শেষ পাওয়া খবর অনুযায়ী মিগজাউমের প্রভাবে সেখানে মৃত্যু হয়েছে ৮ জনের। সতর্ক বার্তায় জানানো হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ঝড়ের সঙ্গেই থাকবে প্রবল জলোচ্ছ্বাস, যা অন্ধ্র উপকূলের নিচু জায়গাগুলিকে প্লাবিত করতে পারে। অন্ধ্র সরকার তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদা, অর্থাৎ ৮ জেলায় সতর্কতা জারি করেছে।

১৪৪ ধারা জারি হয়েছে পদুচেরীর উপকূলীয় অঞ্চলে। সেখানে সন্ধে ৬টার পর বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসণ। তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩০০টি ত্রাণ শিবিরের।

Author

Spread the News