ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ৮ মাওবাদীর

২ এপ্রিল : ছত্তিশগড়ের বীজাপুরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৮ মাওবাদীর। বাস্তার লোকসভার অন্তর্গত বীজাপুরে ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে। তার আগে মাওবাদীরা বাড়তি মাথাব্যাথা হয়ে উঠেছে গোটা এলাকায়। এদিন সকাল ৬ টায় লেন্দ্রা গ্রামের পাশের জঙ্গলে শুরু হয় গুলির লড়াই। এদিনের অপারেশনে সামিল হয়েছিল জেলার রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এবং কোবরা বাহিনী। গুলির লড়াই থামার পর ৮ মাওবাদীর দেহ উদ্ধার হয়। তাঁদের সঙ্গে থাকা মেশিনগান এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে। স্থানীয় পুলিশ কর্তা জানিয়েছেন, গোটা এলাকায় মাওবাদীদের খোঁজে চলছে চিরুণী তল্লাশি।

প্রসঙ্গত, প্রতিবছরই গরমের এই সময় মাওবাদীরা সক্রিয় হয়ে ওঠে। তাঁরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। ২৭ মার্চ বীজাপুরেই ৬ মাওবাদীকে এনকাউন্টারে খতম করা হয়েছিল। এই নিয়ে চলতি বছরে ৪১ জন মাওবাদীকে খতম করা হল। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News