বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : তীব্রগতির ট্রেনের ধাক্কায় করুণ মৃত্যু হল ৮টি হাতির। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় হাতিগুলি। দুর্ঘটনার ফলে ট্রেনটির ৪টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কোনও প্রাণহানি হয়নি। শনিবার রাত ২টা ১৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
নগাঁও জেলার কামপুরের চাংজুরাই এলাকায় গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ছিল না। লোকো পাইলট জরুরি ব্রেক কষলেও ট্রেনটি থামার আগেই হাতির পালটির ওপর উঠে যায়। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এই শোকাবহ দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়েছে। ট্রেন গুয়াহাটি পৌঁছোলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে। এরপর গন্তব্যের দিকে এগোবে রাজধানী এক্সপ্রেস। এদিকে, এই ঘটনার পর ফের প্রশ্ন উঠে গেল রেললাইন ও বন্যপ্রাণীর সংঘর্ষ নিয়ে।


