শিলচর সহ রাজ্যে ৮ বিডিও সাসপেন্ড
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : দুর্নীতিবাজ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর হয়েছে অসম সরকার। দুর্নীতির দায়ে আট জন ডেভেলপমেন্ট অফিসারকে সাময়িক বরখাস্ত করায় শুক্রবার রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বট বিডিওর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তারা অনিয়ম ভাবে এমজিএনরেগা প্রকল্পের সামগ্রীর তহবিল তুলে নিয়েছে।
সাসপেন্ড করা বিডিওদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ জেলার চার জন। তারা হলেন বিশ্বনাথ ব্লকের বিডিও রশ্মিরেখা মহন্ত, ছয়দুয়ারের বিডিও অরুণকুমার দাস, সাঁকোমাথা বিডিও গৌতমকুমার শর্মা ও চতিয়ার বিডিও পলককুমার শর্মা। তিনসুকিয়ার কাকপাথরের বিডিও বর্ণালী ফুকন, পূর্ব যোরহাটের বিডিও দ্বিজেনকুমার বরা, শোণিতপুরের গাবহরুর হেমকান্ত বরা এবং শিলচরের বিডিও অভিনাশ তাই।
MGNREGA সামগ্রী অধিকার তহবিলের অকৃতজ্ঞতা প্রত্যাহারের জন্য আট BDO-কে বরখাস্ত করা হয়েছে।