লোয়াইপোয়ায় সন্তগুরু রবিদাসজির ৬৪৭ তম জন্মজয়ন্তী পালিত
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের সলগই চা বাগানে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্তগুরুর জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে শনি ও রবিবার দু’দিনব্যাপী স্থানীয় রবিদাস সমাজের ভক্তপ্রাণ জনগনের উপস্থিতিতে সলগইয়ে সন্তগুরু রবিদাসজির ৬৪৭ তম জন্মজয়ন্তী পালন করা হল। এতে এলাকার ভক্তপ্রাণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠানের সূচনা হয়। এতে পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন ওদালগুড়ি থেকে আগত সন্ত পুরোহিত সুখচরণ রবিদাসজি। রবিবার মুল অনুষ্ঠান ডালিতে ছিল গুরু রবিদাসজী স্মরণ, গুরুবাণী পাঠ, ভাগবত গীতা পাঠ সহ গুরুদেব সম্পর্কে অতিথিবৃন্দের মুল্যবান বক্তব্য। বিকালে ছিল হরিনাম মহাযজ্ঞ মহা সংকীর্তন সহ পূজার্চ্চনা। পরে বিশেষ প্রার্থনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শিলচর থেকে উপস্থিত ছিলেন কেদারনাথ রবিদাস, জয়করণ রবিদাস, বাদল রবিদাস প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর ভাবে সফল হওয়াতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা প্রমুখ।