দিঘলী নালা থেকে ৬০০ সিএফটি চোরাই কাঠ উদ্ধার
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ সিএফটি চোরাই কাঠ বাজেয়াপ্ত করল লক্ষীপুর বনবিভাগ। শুক্রবার বেলা ১১টায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষীপুরের দিঘলাং এলাকায় দিঘলী নালা থেকে ৬০০ সিএফটি চোরাই কাঠ উদ্ধার করেছেন বনকর্মীরা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার রুবেল রংফর জানান, কাছাড়-ডিমা হাসাও সীমান্ত থেকে বৃহৎ পরিমানে চোরাই কাঠ কাছাড়ে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করা কাঠ হেফাজতে রেখে অবৈধ কাজে জড়িতদের খোঁজে বের করতে জোর তল্লাসি চালানো হচ্ছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার রুবেল রংফর।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।