কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু ৬ জনের

৩১ ডিসেম্বর : বর্ষশেষে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে। হাতের গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৬ জন শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন আরও একাধিক শ্রমিক।

শনিবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে ছত্রপতি সম্ভাজি নগরে। কারখানার ভিতরে ঘুমাচ্ছিলেন ১০ থেকে ১২ জন শ্রমিক। আচমকা আগুন লাগার বিষয়টি টের পান তাঁরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে কারখানার চতুর্দিকে। কারখানার ভিতরে আটকে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধারকাজ। দমকলকর্মীরা জানিয়েছেন, ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা গেছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছন কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতভর চেষ্টার পর রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ভিতরে কেউ আটকে আছেন কি না, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News