৮ ডিসেম্বর : ৬০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল ৬ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার কল্যাণ তালুকের সপ্তশ্রুঙ্গী গড় ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকাল চারটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে সেখানে প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ওই গাড়িতে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে। মৃতেরা সকলেই নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্তের বাসিন্দা। সূত্রের খবর, মৃতেরা একই পরিবারের সদস্য। তাঁরা সকলেই সেখানকার একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, সপ্তশ্রুঙ্গী মাতা মন্দিরের দিকে যাচ্ছিলেন তাঁরা। ভাওয়ারী জলপ্রপাতের কাছে ওভারটেক করার চেষ্টা করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে সূত্রের খবর। যে এলাকায় এই দুর্ঘটনা ঘটে সেখানে তীক্ষ্ণ বাঁক আছে এবং রাস্তাও খুব সরু।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে কীর্তি প্যাটেল , রাসিলা প্যাটেল, বিঠল প্যাটেল , লতা প্যাটেল , বচন প্যাটেল এবং মানিবেন প্যাটেল-এর।


