চাকরি নিয়মিতকরণের দাবিতে আউটসোর্স সহায়কদের ৬ দিনের কর্মবিরতি ধর্মঘট শিলচরেও
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : চাকরি নিয়মিতকরণের দাবিতে শিলচর বিদ্যুৎ সাবডিভিশন-২ এর আউটসোর্স সহায়ক কর্মীরা ধরনায় বসলেন। বুধবার বিদ্যুৎ সাবডিভিশন-২ এর কার্যালয়ের সামনে ৬ দিনের জন্য কর্মবিরতির ডাক দিয়ে ধরনায় বসেন কর্মীরা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আউটসোর্স সহায়ক কর্মীরা বলেন, আজকে অনিচ্ছা সত্ত্বেও কর্মবিরতি পালনে তারা বাধ্য হয়েছেন, কারণ বিগত ২৫ বছর ধরে তারা আউটসোর্স হিসাবে বিভাগে কাজ করছেন। তাদের অনেকবার চাকরি নিয়মিত করার আশ্বাস দিয়েও নিয়মিত করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে ১ নভেম্বর থেকে ৬ নম্বর পর্যন্ত কর্মবিরতি থেকে ধরনায় বসেছেন। তাদের দাবি মেনে না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন।
এদিন ধরনায় উপস্থিত ছিলেন প্রশান্তশেখর দেব, অপু দাস, সুজিৎ রবি দাস, দিলীপ দাস পুরকায়স্থ, হাসান আহমেদ মজুমদার, সুমন কানু, অভিজিৎ, প্রকাশ গোয়ালা, সায়েদ আহমেদ চৌধুরী, মৌসুমি দেব, হিলাল মজুমদার সহ অন্যান্যরা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।