তাইওয়ানের ৬.৪ মাত্রার ভূমিকম্প, আহত ২৭
২১ জানুয়ারি : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৬.৪ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ২৭ জন আহত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৪ ছিল।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ ছিল বলে জানিয়েছে।