তিনদিনে ৫.৪ লক্ষের গাঁজা উদ্ধার আরপিএফের, ধৃত ১
বরাক তরঙ্গ, ১২ মে : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) গত কয়দিন নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে। শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ সম্পর্কে এক প্রেস বিবৃতির মাধ্যমে জানান, গত ৭ থেকে ৯ মে পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ আগরতলা, ধর্মনগর ও ফালাকাটা রেলওয়ে স্টেশন, ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫.৪ লক্ষ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। ওই অভিযানের সময় তাঁরা মোট ৫৫.৮ কেজি ওজনের গাঁজা উদ্ধার করার পাশাপাশি একজনকে আটক করে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাজেয়াপ্তকৃত সামগ্রী সহ ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট জিআরপির থানায় সমঝে দেওয়া হয়েছে।
তিনি জানান, ৭ মে আগরতলার আরপিএফ এবং জিআরপি টিম আগরতলা রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশি অভিযান চালায়। ওই অভিযানের সময় তারা ব্যাগ সহ একজন সন্দেহভাজনকে শনাক্ত করেন। ব্যাগটি খোলার পর তাঁরা আনুমানিক ২.৫০ লক্ষ টাকার প্রায় ২৫ কেজি গাঁজা পায়। এ ঘটনা সম্পর্কে একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা সহ ধৃত ব্যক্তিকে আগরতলার জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়া, ৭ থেকে ৯ মের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ পৃথক পৃথক তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩০.৮ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাঁজা সংশ্লিষ্ট বিভাগের হাতে তুলে দেওয়া হয়।