৯ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনএর ৫০তম প্রতিষ্ঠা দিবস সম্মেলনের কলকাতা অধ্যায়ের উদ্যোগেও উদযাপিত হল বৃহস্পতিবার কলকাতায়। অধ্যায়ের সভাপতি রণবীর পুরকায়স্থের পৌরোহিত্যে অনুষ্ঠানের সূচনা হয় বরাক উপত্যকার প্রয়াত জননেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে।
মূল কার্যক্রম শুরু হয় সুজাতা চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। সংস্থার কলকাতা অধ্যায়ের সহ সভাপতি অনুপ সেন সংস্থার প্রতিষ্ঠা ইতিহাস তুলে ধরেন। তিনজন বিশিষ্ট অতিথি, কথা সাহিত্যিক অমিতাভ সমাজপতি, নাট্যকার ধনঞ্জয় আঢ্য ও কবি সুনন্দ অধিকারীকে যথাযোগ্য মর্যাদায় সন্মানিত করা হয়।
অমিতাভ সমাজপতি মনোজ্ঞ ভাষণে বরাক উপত্যকার প্রতি তাঁর আগ্রহের কথা জানান।, ধনঞ্জয় আঢ্য তাঁর ভাষণে উনিশে মে’র কথা উল্লেখ করেন। সুনন্দ অধিকারী স্বরচিত কবিতা পাঠ করেন। বরাক উপত্যকার গল্পকার সৌমিত্র বৈশ্যর একটি গল্প পাঠ করে শোনান সভাপতি রণবীর পুরকায়স্থ। এছাড়াও সংস্থার কলকাতা অধ্যায়ের তরফ থেকে সুজাতা চৌধুরী ও আজমল হোসেন যথাক্রমে স্বরচিত গল্প ও কবিতা পাঠ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন জয়তোষ দত্ত চৌধুরী।



