খাদে গাড়ি, প্রাণ গেল ৫ জওয়ানের

২৪ ডিসেম্বর : জম্মু কাশ্মীরে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ৫ জওয়ানের। পুঞ্চ জেলার বালনোইয়ের মেন্ধর এলাকার ঘটনা। সেনাবাহিনীর ১১ নম্বর লাইট ইনফ্যান্ট্রির একটি গাড়ি  হেড কোয়ার্টার থেকে বের হয়ে বালনোই যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। গাড়িতে ১০ জন ছিলেন, যার মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে। খবর পেতেই ১১ নং লাইট ইনফ্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে।  আহত জওয়ানদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সেনার ১৬ নম্বর কোরের পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘পুঞ্চ সেক্টরে কর্তব্যরত থাকা অবস্থাতেই দুর্ঘটনার শিকার হন ওই ৫ সেনা জওয়ান৷ আহত সেনা জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷’
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

খাদে গাড়ি, প্রাণ গেল ৫ জওয়ানের

Author

Spread the News