ফের আমসুর সভাপতি রেজাউল করিম সরকার
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)র শোণিতপুর জেলা কমিটির সহযোগে তেজপুর আমতলা খেলার মাঠে আমসুর ১৬ তম দ্বি-বার্ষিক তিন দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শেষ দিনে গোটা রাজ্য থেকে আসা প্রতিনিধি সভায় আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকারকে পুনরায় নির্বাচিত করে নয়া কমিটি গঠন করা হয়। কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আইনজীবী ইমতিয়াজ হোসেনকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে যথাক্রমে মিন্নাতুল ইসলাম ও কুদ্দুস আলিকে, সাংগঠনিক ও সীমান্ত সম্পাদক পদে বহাল রয়েছেন বরাক উপত্যকার কাজি সাদিক আখতার সহ অন্যান্যরা।
এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল সামাদ, প্রাক্তন সভাপতি তথা বর্তমান বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদ, প্রাক্তন সভাপতি তথা আইনজীবী আজিজুর রহমান, প্রাক্তন উপ সভাপতি নাজির হোসেন সহ অন্যান্য প্রাক্তন আমসুর কর্মীরা।