রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৫ জনের
৪ এপ্রিল : ভয়াবহ বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে উঠল তেলেঙ্গনার একটি রাসায়নিক কারখানা। এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কারখানার আরও ১০ জন কর্মী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় কারখানায় ভিতরে ৫০ জন কর্মী ছিলেন। কারখানার ভেতরে ৮-১০ জন কর্মী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। রাসায়নিক কারখানার বিস্ফোরণের জেরে বিপদ এড়াতে আশাপাশের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক তৈরির কারখানায়। বিস্ফোরণের পরেই বহুতল বাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারের। জতুগৃহের মতো আগুনে পুড়ছে গোটা রাসয়নিক কারখানাটি। এই কারখানার পাশে থাকা আরও একটি রাসায়নিক কারখানা রয়েছে। সেটিতেও বিস্ফোরণ হয়েছে বলে খবর।
রাসায়নিক কারখানার বিস্ফোরণ হওয়ায় এলাকা ফাঁকা করা শুরু করেছে প্রশাসন। যাতে করে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আর বড় বিপদ না ঘটে। পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করেছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।