দক্ষিণ গাজায় আক্রমণ ইজরায়েলি সেনার, হাসপাতালে হামলায় ৫ রোগীর মৃত্যু
১৭ ফেব্রুয়ারি : উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর এবার দক্ষিণ গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা। দখলে নেওয়া হয়েছে গাজার সর্ববৃহৎ কার্যকরী হাসপাতাল নাসেরকে (Nasser)। এবার সেখানেই ইহুদি দেশটির সেনার অভিযানের কারণে অন্তত ৫ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েল বাহিনীর দখলে রয়েছে এই হাসপাতাল। ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো। এমনটাই অভিযোগ গাজার স্বাস্থ্যমন্ত্রকের।
অন্যদিকে, ইজরায়েলি সেনা জানিয়েছে, গোপন সূত্রে তাঁরা খবর পান, নাসের হাসপাতালে হামাস সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এরপরই অভিযান শুরু করে ইজরায়েল সেনা। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন গত ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিল। এই হাসপাতালেই পণবন্দিদের দেহ লুকিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এনিয়ে ইজরায়েলের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে হামাস। ছবি সংগৃহিত।