বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : মরিগাঁও পুলিশের জালে ধরা পড়ল পাঁচ কুখ্যাত সাইবার অপরাধী। মরিগাঁও অপরাধ শাখার অতিরিক্ত পুলিশসুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে বুধবার রাতে লাহরিঘাট এবং মৈরাবাড়ী অঞ্চলে সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত সাইবার অপরাধীরা মৈরাবাড়ী থানার অন্তর্গত হাতিমুড়িয়া গ্রামের আজহারুল ইসলাম, বাহারুল ইসলাম, ধিং থানার অন্তর্গত পানবাড়ী গ্রামের মাহমুদ হোসেন, রাকিবুর রহমান, লাহরিঘাট থানার অন্তর্গত চাতিয়ানতলি গ্রামের রিয়ানুদ জামান বলে শনাক্ত করে পুলিশ।
ধৃত সাইবার অপরাধীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ৬টি ডেবিট কার্ড, ২টি চেকবুক, ১টি পাসপোর্ট, ২টি ব্যাংক পাসবুক, ১টি পান কার্ড এবং ১০টি আধার কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে, ধৃত সাইবার অপরাধী কে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে মরিগাঁও পুলিশ।



