জাতীয় মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি, হত ৫, আহত ৬০
১১ নভেম্বর : শনিবার ভোরে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে প্রাণ হারান কমপক্ষে ৫ জন এবং আহত হয়েছেন ৬০জন। মুখোমুখি সংঘর্ষের জেরে ভেঙ্গে যায় দুটি বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
তত্পরতার সঙ্গে উদ্ধারকার্য-এর কাজ শুরু করে পুলিশ। ১০টি অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২-এর গুদুভানচেরির ঋতিকা, ৩৭ বছরের ভানিয়ামবাড়ীর মহম্মদ ফিরোজ, ৪৭ বছরের এসইটিসি বাসচালক কে এলুমালাই এবং ২৫ বছরের চিত্তুরের বি অজিতর। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, ভোর ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই তাঁরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়। আহতদের তিরুপত্তুর জেলার ভানিয়ামবাদি সরকারি হাসপাতাল এবং ভেলোরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।