হাইলাকান্দিতেও ‘নিযুত মইনা’ প্রকল্পের সুবিধাভোগী ৪৭৯০
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : হাইলাকান্দি জেলায়ও নিযুত মইনা প্রকল্পের সূচনা করা হয়েছে বৃহস্পতিবার। এই উপলক্ষে হাইলাকান্দির এস এস কলেজে জেলাশাসক নিসর্গ হিভারে ১০ জন ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের ফর্ম দিয়ে জেলায় এই প্রকল্পের সূচনা করেন। আগামী ১৪ আগস্ট পর্যন্ত জেলা এই প্রকল্প ফরম দেওয়া হবে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলাশাসজ নিসর্গ হিভারে জানান যে স্কুল কলেজ থেকে ছাত্রীদের ড্রপ আউট ঠেকাতে এবং বাল্যবিবাহ রোধ করতে রাজ্য সরকার থেকে এই প্রকল্প শুরু করা হয়েছে।
ছাত্রীদেরকে উচ্চশিক্ষার প্রতি আকর্ষিত করতে প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হবে। জেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার এই প্রকল্পের গুয়াহাটিতে আয়োজিত মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান জায়েন্ট স্কিনে সম্প্রচার করে দেখানো হয়।
উল্লেখ্য, জেলায় এই প্রকল্পের ফলে ৪৭৯০ জন ছাত্রী উপকৃত হবেন। এই প্রকল্পে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীরা গরমের ছুটি বাদে বাকি মাহগুলিতে প্রতি মাসে ১ হাজার করে টাকা রাজ্য সরকার থেকে পাবে। স্নাতক স্তরে অধ্যয়নরত ছাত্রীরা প্রতিমাসে ১২৫০ টাকা করে পাবেন। বিএড অধ্যয়নরত ছাত্রীরা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবে। এই সুবিধা নির্দিষ্ট ভেঞ্চার ও জুনিয়র কলেজেও অধ্যয়নরত ছাত্রীরাও পাবেন। স্নাতক স্তরের ছাত্রীরা অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত এডিসি ত্রিদিপ রায় ও কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।