বিহারে ‘জীবিতপুত্রিকা’ উৎসবে ৩৭টি শিশু সহ ৪৬ জনের মৃত্যু

২৭ সেপ্টেম্বর : সন্তানের মঙ্গলকামনায় বুধবার থেকে ‘জীবিতপুত্রিকা’ বা ‘জিতিয়া’ উৎসবে মেতেছে বিহার (Bihar)। আর সেই উৎসবের নিয়ম পালন করতে গিয়ে বিহারের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ৩৭টি শিশু সহ অন্তত ৪৬ জনের।

জানা গিয়েছে, সন্তানের মঙ্গলকামনায় তিনদিন ব্যাপী ‘জীবিতপুত্রিকা’ উৎসবে যোগ দেন মায়েরা। সারাদিন উপোস থেকে কোনও পুকুর বা নদীতে ডুব দিয়ে স্নান করেন। সেই স্নানের সময়েই ডুবে প্রাণ গিয়েছে এত জনের। পূর্ব ও পশ্চিম চম্পারণ, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারন, পাটনা, বৈশালী, মুজফ্‌ফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলা থেকে মৃত্যু খবর এসেছে।

বিহারে ‘জীবিতপুত্রিকা’ উৎসবে ৩৭টি শিশু সহ ৪৬ জনের মৃত্যু

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ঔরঙ্গাবাদে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে আটটি বাচ্চা ডুবে মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা মায়ের সঙ্গে জলে ডুব দিতে যায়। বর্ষার নদী-পুকুর এমনিতেই ভরে থাকে, তাতেই দুর্ঘটনা ঘটে বেশি।

বিহারে ‘জীবিতপুত্রিকা’ উৎসবে ৩৭টি শিশু সহ ৪৬ জনের মৃত্যু

ঔরঙ্গাবাদের জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী বলেন, ‘জীবিতপুত্রিকা উৎসবের জন্য সরকারি তরফে কয়েকটি নদী ও পুকুরঘাট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সেখানে পর্যাপ্ত সব ব্যবস্থাও রেখেছিল জেলা প্রশাসন। কিন্তু লোকেরা সেখানে না গিয়ে স্থানীয় সব পুকুর-জলাশয়ে গিয়েছেন, সেই সব জায়গায় প্রশাসনের পক্ষে নজরদারি রাখা সম্ভব হয়নি, ফলে বিপদ ঘটেছে।’

Author

Spread the News