চরাইহাগিতে একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের ৪২তম বার্ষিক অধিবেশন শুরু

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : মরিগাঁও জেলার ভূরাগাঁও সার্কলের অন্তর্গত চরাইহাগিতে শনিবার থেকে দু’দিনব্যাপী  একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার ৪২তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। পশ্চিম আঞ্চলিক শাখার চরাইহাগি কীর্তন গৃহে দু’দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনের আজ প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী সকালে পরিবেশ নিকাকরণ, প্রদীপ প্রজ্বলনের পর অধিবেশনের মুখ্য দ্বার উন্মোচন করেন পশ্চিম আঞ্চলিক শাখার প্রাক্তন সভাপতি প্রফুল্ল বরদলৈ। এরপর খোল প্রসঙ্গ, শরাই অর্চন, নাম প্রসঙ্গ, বৃক্ষরোপণ, ভক্তদের স্বাগত জানানোর পর বিকেলে মহান ভাগবত পাঠ শুরু করার পাশাপাশি আইমাতৃরা দিহানাম পরিবেশন করেন।

অন্যদিকে, সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিনিধি সভা উদ্বোধন করেন পশ্চিম আঞ্চলিক শাখার প্রাক্তন উপ-সভাপতি ঘনকান্ত বরদলৈ। এরপর সন্ধ্যা প্রসঙ্গ ও স্বাগত অনুষ্ঠান আয়োজিত হয়। পরে রাতে প্রদর্শিত হবে গুরুজনের কৃষ্টি সংস্কৃতি। এই অধিবেশনে আঞ্চলিকের অন্তর্গত ১৬টি প্রাথমিক শাখার ভক্ত বৈষ্ণবরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *