বন্দুকধারীদের হামলায় ৪০ জন শ্রমিকের মৃত্যু
২৩ মে : বন্দুকধারীদের হামলায় প্রায় ৪০ জন শ্রমিক মারা গিয়েছেন। যারা সকলেই খনিতে কাজ করতেন বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে, ঘটনার দিন দুষ্কৃতীরা আচমকাই বাইকে করে এসে হামলা চালায়। ঘটনাটি নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের।
স্থানীয় প্রশাসন সূত্র অনুযায়ী, তারা বাইকে করে এসে গ্রামের লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে এবং গ্রামবাসীদের বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেয়। যাতে নিহত হয়েছেন প্রায় ৪০ জন গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে নাইজেরিয়ার প্লাতু রাজ্যের ওয়াসে জেলায়। এই হামলার কারণ হিসেবে জানা গিয়েছে, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই সম্পদ নিয়ে বিরোধ এবং আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ চলছিল। যার ফলে ওই অঞ্চলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।