ব্রহ্মপুত্রের জলে পবিতরা অভয়ারণ্যের ৪০ শতাংশ প্লাবিত

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বন্যায় মায়ং জেলার পবিতরা অভয়ারণ্যের ৪০ শতাংশ প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্রের বন্যার জলে প্লাবিত হয়েছে মায়ঙের পকরিয়া, মনহা ও ঘগুয়ার বহু নয়া এলাকা। বর্তমানে পবিতরার খলাভূয়া, বরদিয়া, হাড়ুক, তামুলিডোবা, কমারপুর, দিপ্রাং, টেঙভাঙা ইত্যাদি অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।

গত দুদিনে ব্রহ্মপুত্রের জলপ অভয়ারণ্যের নতুন নতুন এলাকায় প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত কোনও বন্যপ্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি। অভয়ারণ্যের ভেতরে এমজিএনরেগার তহবিল দিয়ে নবনির্মিত এবং পুরানো চারটি উঁচু বাঁধে এ বন্যপ্রাণীগুলো নিরাপদে সুরক্ষিত বলে জানা যায়।

কয়েকটি বন শিবিরে, বনকর্মীরা যোগাযোগের জন্য নৌকা ব্যবহার করেছেন। অন্যদিকে পকরিয়ার বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকায় স্কুল কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ যাতায়াত করতে হচ্ছে নৌকায়।

Author

Spread the News