মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে মৃত্যু ঘটেছে এক ছাত্রের। আহত হয়েছেন আরও চারজন পড়ুয়া। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, দ্রুত গতিতে আসা একটি লরির ধাক্কায় মৃত্যু ঘটে পল্লীমঙ্গল স্কুলের ছাত্র নমশূদ্র। গুরুতর আহত হয়েছেন প্রিয়া নমশূদ্র, সৌরভ নমশূদ্র, সম্রাট রায় ও জলি নমশূদ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পড়ুয়ারা ভোরে দৌঁড়াচ্ছিল। সেসময় দ্রুত গতির একটি লরি তাদের ধাক্কায় দেয়। ঘটনাস্থলে প্রাণ হারায় সঞ্জয়। গুরুতর আহত হয়েছেন প্রিয়া নমশূদ্র ও জলি নমশূদ্র। দু’জনকে শিলচর মেডিক্যালে পাঠানো হয়। ঘাতক লরির নম্বর হল AS 01 LC 0532। দুর্ঘটনার পর লরি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তবে ব্যর্থ হয়। স্থানীয় বাসিন্দারা লরি আটক করে এবং চালককে ধরে ফেলেন। খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এদিকে, ক্ষুব্ধ জনতা ও পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করেন। পৌঁছেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা বুঝিয়ে সুজিয়ে অবরোধ মুক্ত করেন।


