লোয়াইরপোয়ায় দু’টি যাত্রীবাহী অটোর মুখোমুখি, আহত ৪
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : দ্রুত গতিতে আসা দু’টি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হলেন চারজন যাত্রী। জানা গেছে, লোয়াইরপোয়া কানমুন সড়কের ইছাবিলের পুটিয়াখাল এলাকায় দু’টি যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চারজন যাত্রী আহত হন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ইছাবিল থেকে কটামণি অভিমুখে যাওয়া একটি অটোর সঙ্গে উল্টো দিক কটামণি থেকে ইছাবিল অভিমুখে আসা অপর একটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’টি অটোর সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। এবং মুখোমুখি সংঘর্ষের উভয় অটোর যাত্রীরা গুরুতর আঘাত প্ৰাপ্ত হন। জনগণ বিকট আওয়াজ শোনে বেরিয়ে আসেন এবং তড়িগড়ি করে আহতদের উদ্ধার হাত লাগান। এবং খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ অকুস্থলে গিয়ে উপস্থিত হয়ে পুলিশ স্থানীয়দের সহযোগে আহতদের উদ্ধার করে বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহতদের মধ্যে নাসিম উদ্দিন (২৫) ও তৈয়বুর রহমান (৫৫) তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে নাসিমের অবস্থা সংকটজনক হওয়াতে তাকে মাকুন্দা থেকে শিলচর মেডিক্যালে হস্থান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। তৈয়বুর রহমান সহ অপর আহতরা হলেন যথাক্রমে রাফিয়া বেগম (১২) ও খালেদা বেগমের (১৯) তারা মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। উল্লেখ্য, এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা অটো দুটি দ্রুতগতিতে ছিল এবং দুর্ঘটনাস্থলে সড়কের একপাশে চিপস পাথর মজুত রাখা থাকায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করেছেন। এদিকে দুর্ঘটনার পর দু’টি অটোর চালক গা ঢাকা দেয়। দুর্ঘটনাগ্রস্থ অটো দু’টি পুলিশ উদ্ধার নিজ হেফাজতে নিয়েছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।