বদরপুরে দু’টি বাহনের মুখোমুখি, মৃত্যু একই পরিবারের তিনজন সহ ৪

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : বদরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনা স্থল হচ্ছে কাটাখাল সাদ্দামপাড়ায়। জানা যায়, বদরপুর এংলারবাজারের দিকে আসার পথে
অল্টো ও ইয়োনের মুখোমুখি সংঘর্ষ‌ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ইয়ন গাড়িটি গিয়ে ছিটকে পড়ে জলাশয়ে।

মৃত চারজনের মধ্যে তিনজন হলেন বদরপুর ধর্মনগর কলোনির ব্রজগোপাল দাস (৬২), তাঁর স্ত্রী গোপা দাস (৫৫) ও বড় ভাই রামেন্দ্র নারায়ণ দাস (৬৬)। আর চালক অজিত দেবনাথ (৩৪) হলেন কাটিগাড়ার বাসিন্দা। তাঁরা শিলচরে চিকিৎসা করাতে যাচ্ছেন। ইয়োন গাড়িতে ছিলেন।

বদরপুরে দু'টি বাহনের মুখোমুখি, মৃত্যু একই পরিবারের তিনজন সহ ৪

অল্টো গাড়ির আহত ৩ জনকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে। তার অবস্থা সঙ্কটজনক বলে জানা যায়। 

বদরপুরে দু'টি বাহনের মুখোমুখি, মৃত্যু একই পরিবারের তিনজন সহ ৪
বদরপুরে দু'টি বাহনের মুখোমুখি, মৃত্যু একই পরিবারের তিনজন সহ ৪

Author

Spread the News