স্রোত প্রকাশনা আয়োজিত তৃতীয় ভ্রাম্যমাণ বইমেলা

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শৈবতীর্থ প্রকৃতির লীলাভূমি ঊনকোটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে অবগাহন করে ‘স্রোত তৃতীয় ভ্রাম্যমাণ’ বইমেলা অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকগবেষক ও প্রাবন্ধিক মন্টু দাস। মঞ্চে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক দিব্যেন্দু নাথ, কবি আশিসকান্তি সাহা ও কবি ড. ঝর্ণা বণিক।

অনুষ্ঠানে৷ কবিতা পাঠ করেন মন্টু দাস, ড.ঝর্ণা বনিক, আশিসকান্তি সাহা, অমলকান্তি চন্দ, অসীমা দেবী, কাজী নিনারা বেগম, মধুচন্দ্রিমা দাস, লীলাবতী সিনহা, পূরবী সিনহা, নিভা চৌধরী, গৌরব ধর এবং গোবিন্দ ধর। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমিতা দেব, ইতিকণা মুখার্জি।সঙ্গীত পরিবেশন করেন রীতা পাল, শুক্লারাণী দাস, আলপনা দাস নন্দী ও অম্বিকা নন্দী। নৃত্য পরিবেশনসহ আলোচনা সভাও ছিল অনুষ্ঠানে।

সভায় ঊনকোটির ইতিহাস সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন মন্টু দাস। শুরুতে বক্তব্য রাখেন সাহিত্যিক গোবিন্দ ধর। উপস্থিত ছিলেন স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর।

স্রোত প্রকাশনা আয়োজিত তৃতীয় ভ্রাম্যমাণ বইমেলা

Author

Spread the News