বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ২৫ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতিরহাড় হুসেইনিয়া মাদ্রাসার ৩য় বার্ষিক দস্তারবন্দি ও ওয়াজ মহফিল। অনুষ্ঠানটি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক হানিফ আলম মজুমদার জানান, আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ও কৃতী ছাত্রদের সম্মাননা ও দস্তারবন্দী করা হবে। এরপর দিনভর চলবে ধর্মীয় আলোচনা ও ওয়াজ মহফিল, যা রাত পর্যন্ত অব্যাহত থাকবে।
মহফিলে সভাপতিত্ব করবেন হাতিরহাড় হুসেইনিয়া মাদ্রাসার হেড মওলানা সৈয়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, খানকায়ে মাদানির শায়খুল হাদিস মওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মওলানা আব্দুল আল-মুন।
এ ছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন মওলানা কারি লোকমান আলি আল-কাসিমি (মুহাদ্দিস, দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসা)। সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন মওলানা কারি আইনুল হক, মওলানা মিছবাহুজ্জামান আল-কাসিমি, মওলানা আলাউর হোসেন আল-কাসিমি ও মওলানা মুফতি মহিউদ্দিন আল-কাসিমি।
ওয়াজ মাহফিলে কোরান-হাদিসের আলোকে সমাজ সংস্কার, নৈতিক শিক্ষা, যুবসমাজের দায়িত্ববোধ এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ মফিল এলাকার মানুষের মাঝে দ্বীনি জ্ঞান বিস্তার ও নৈতিক চেতনা জাগ্রত করতে সহায়ক হবে। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুছাইনিয়া মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি মকবুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ মুফিজুল হক মজুমদার, সহসম্পাদক হোসেন আহমেদ মজুমদার, ফকরুল আলম মজুমদার, মাদ্রাসার হেড মওলানা সইদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক হাফিজ হানিফ আহমেদ লস্কর, ওয়াজ কমিটির সভাপতি হাফিজ আব্দুল ফাতাহ বড়ভূইয়া, সদস্য হাফিজ আব্দুল অলি লস্কর, মসজিদ কমিটির সম্পাদক আবু হানিফ মজুমদার প্রমুখ।



