যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর হামলা, নিহত ৩৮ জন

২১ নভেম্বর : উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি উপজাতীয় এলাকায় বৃহস্পতিবার যাত্রীবাহী গাড়িগুলোর ওপর বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

তিনি বলেন, ‘এটি একটি বড় মাপের ট্র্যাজেডি, এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’

ঘটনাটি কুররম উপজাতীয় জেলায় ঘটে, যেখানে কয়েক দশক ধরে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে জমি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা জিয়ারত হুসেন বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে জানান, ‘দুটি যাত্রীবাহী গাড়ির বহরে হামলা চালানো হয়। একটি বহর পেশোয়ার থেকে পারাচিনার যাচ্ছিল এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ার ফিরছিল। হামলার সময় আমার আত্মীয়রাও পেশোয়ার থেকে আসা বহরে ছিল।’

যদিও এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি বলে খবর। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এক বিবৃতিতে যাত্রীবাহী গাড়িগুলোর ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর হামলা, নিহত ৩৮ জন

Author

Spread the News