৩৫ বছর বয়সী নোবোয়া ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত

১৭ অক্টোবর : দেশটির ইতিহাসে সবচে কম বয়সী রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন ড্যানিয়েল নোবোয়া। তিনি দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মাত্র ৩৫ বছর বয়সী নোবোয়া হলেন রাষ্ট্রপ্রধান।

রবিবার ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়। সোমবার ৯০ শতাংশ ভোট গণনার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন নোবোয়া। চলতি বছরের আগস্টে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট হয়। সে সময় কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। তাই নিয়ম অনুযায়ী ভোট গড়ায় দ্বিতীয় দফায়। প্রথম দফায় ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী লুইসা ম্যাগদালেনা গঞ্জালেস ও ড্যানিয়েল নোবোয়া রানঅফ নির্বাচনে লড়াই করেন।

Author

Spread the News