তিনশো শয্যার সিভিল হাসপাতাল, এনএইচএম ডিরেক্টরের কাছে স্মারকপত্র

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : কেবিনেটের সিদ্ধান্ত মতে শিলচর সিভিল হাসপাতাল তিনশো শয্যার হাসপাতাল নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে এনএইচএম মিশন ডিরেক্টর ডাঃ লক্ষী প্রিয়ার কাছে স্মারকপত্র প্ৰদান করে আধুনিকীকরণ দাবি কমিটি।মঙ্গলবার সন্ধ্যায় সিভিল হাসপাতাল পরিদর্শনে আসা ডিরেক্টর ডাঃ লক্ষী প্রিয়ার কাছে স্মারকপত্র প্রদান করেন মূখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য পিংকি দাস ও গণেশ কুর্মী।

এনএইচএম এর ডিরেক্টর প্রতিনিধিদের জানান, এ ব্যাপারে যদিও তিনি ওয়াকিবহাল নন কিন্তু বিষয়টি নিয়ে তিনি স্বাস্থ্য বিভাগের সঞ্চালকের কাছে তুলে ধরবেন। প্রতিনিধিরা তাঁকে বলেন, শতাব্দী প্রাচীন এই হাসপাতাল এখনও সরকারি ভাবে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট। ফলে শহর ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এর আধুনিকীকরণ অত্যন্ত জরুরি।

Author

Spread the News