২৪ নভেম্বর : পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন জনের। আত্মঘাতী হামলা বলে অনুমান পুলিশের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে।
পাক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথম বিস্ফোরণ ঘটে আধা সামরিক বাহিনীর মূল ফটকে। কয়েক মিনিটের মাথায় ফের বিস্ফোরণ ঘটে দপ্তরে। ওই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পাক সেনা এবং পুলিশ। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাক প্রশাসনের আশঙ্কা, আধা সামরিক বাহিনীর দপ্তরের ভিতর বেশ কয়েক জন জঙ্গি ঢুকে পড়েছে। তবে এই ঘটনা জঙ্গি হামলা, না অন্য কিছু, তা এখনও স্পষ্ট করেনি পাক পুলিশ কিংবা সেনা। তবে স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা পর পর দু’বার বিস্ফোরণের শব্দ পেয়েছেন।


