ইটভাটার চিমনি ভেঙে মৃত তিন, আহত ৩৫
১৩ ডিসেম্বর : ইটভাটার চিমনি ভেঙে তিনজন নিহত সহ ৩৫ জন আহত হয়েছেন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বসিরহাটে। ইটভাটার চিমনিতে আগুন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে ২ আহতকে। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকের মৃতদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বসিরহাট থানার পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ধলতিথা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ইটভাটার শ্রমিকরা ইটভাটার চিমনিতে আগুন দেয়। সেই মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। গুরুতর জখম হন সকলেই। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয়রা। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপের নীচে আরও শ্রমিকের দেহ চাপা পড়ে থাকতে পারে। ছবি প্রতীকী।