বরাকবঙ্গের দূর-শিক্ষাকেন্দ্রের বাংলা ডিপ্লোমা পরীক্ষায় দু’টি পত্রে ২৯৪ পরীক্ষার্থী

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের সপ্তম বার্ষিক বাংলা ডিপ্লোমা কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষা রবিবার সম্পন্ন হয়েছে। শিলচরের রাধামাধব কলেজে এবং করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বরাক উপত্যকা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা অবতীর্ণ হয়েছেন।

এদিন কোর্সের প্রথম পত্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০০ জন, অবতীর্ণ হয়েছেন ১৯২ জন। দ্বিতীয় পত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০৮ জন, অবতীর্ণ হয়েছে ১৯৪ জন। শিলচর রাধামাধব কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে প্রথম পত্রে ১৫৯ ও দ্বিতীয় পত্রে ১৫৮। করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতিভবন কেন্দ্রে    প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে ৩৩ জন ও দ্বিতীয় পত্র ৩৬ জন। এই পরীক্ষায় শিলচর ও করিমগঞ্জে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কাটলিছড়া কলেজের অর্থনীতির অধ্যাপক মানিক গুপ্ত এবং শিলচর ডিএনএনকে বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ দে।

শিলচরে পরীক্ষা ব্যবস্থাপনা ও তদারকিতে উপস্থিত ছিলেন দূর- শিক্ষা কেন্দ্রের সঞ্চালক  পরিতোষচন্দ্র দত্ত, শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দেবলস্কর, সহকারী পঞ্জীয়ক জয়ন্ত দেবরায়, পরীক্ষা নিয়ন্ত্রক কবির হোসেন, শিক্ষক তমোজিৎ সাহা, কর্মাধ্যক্ষ বিপ্লব মজুমদার ও সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। করিমগঞ্জে অনুরূপভাবে দায়িত্বে ছিলেন সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রাধিকারঞ্জন চক্রবর্তী, দূর-শিক্ষা কেন্দ্রের পঞ্জীয়ক অধ্যাপক সব্যসাচী রায়, করিমগঞ্জ জেলা সমিতির সম্পাদক নন্দকিশোর বনিক, শহর আঞ্চলিক সমিতির সভাপতি সৌমিত্র পাল।

উল্লেখ্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পরিচালনাধীন দূর- শিক্ষা কেন্দ্রের তত্বাবধানে ২০১৭-১৮ সাল থেকে অসম সরকারের শিক্ষা বিভাগের অনুমোদনে এই এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্স শুরু হয়েছিল। গত ছয় বছরে এই কোর্সে রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৭৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

Author

Spread the News