ডিসেম্বরে ২৮তম জাতীয় সংহতি ও যুব নেতৃত্ব শিবির আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : আগামী ২৬ ডিসেম্বর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে ২৮তম জাতীয় সংহতি ও যুব নেতৃত্ব শিবির শুরু হচ্ছে৷ বিষয় থাকছে ‘সোনালি ভারতের জন্য যুবাদের ক্ষমতায়ন’৷ সেন্ট্ৰাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অৰ্গানাইজেশন ফর ইয়ুথের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে অসম সরকার, নৰ্থ ইস্ট কাউন্সিল ও আসাম বিশ্ববিদ্যালয়৷

আয়োজক সংগঠনের মুখ্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্ৰ প্ৰামাণিক জানিয়েছেন, আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে শুধু ১৮ থেকে ২২ বছর বয়সের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই অংশ নিতে পারবেন৷ নিজ নিজ শিক্ষা প্ৰতিষ্ঠানের প্ৰধানদের দিয়ে প্ৰত্যয়িত করিয়ে অংশগ্ৰহণকারীদের রেজিস্ট্ৰেশন ফৰ্ম জমা দেওয়ার শেষ তারিখ ৮ ডিসেম্বর৷ রেজিস্ট্রেশন করতে কোনও টাকা লাগবে না। ফৰ্ম জমা দিতে হবে আয়োজক সংগঠনের ইমেলে – nic.98@rediffmail.com৷ 

তিনি জানান, ২৪ ডিসেম্বর থেকেই শিবিরে যোগ দেওয়ার পর্ব শুরু হয়ে যাবে৷ শিবির চলবে প্ৰতিদিন সকাল ন’টা থেকে বিকেল সাড়ে চারটা পৰ্যন্ত৷ তাই অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বাড়ি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে, তারা দিনের শেষে বাড়ি চলে যেতে পারবেন। বেশি দূরত্বের হলে শিবিরে থাকতে হবে। এক্ষেত্রে বিছানা ও অন্যান্য সামগ্রী নিজেদেরই আনতে হবে।

শিবিরে যেসব বিষয়ে প্ৰশিক্ষণ দেওয়া হবে তারমধ্যে রয়েছে যোগব্যায়াম, অনুশীলন, আত্মরক্ষা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, খেলাধুলা, ক্যারিয়ার গাইডেন্স ইত্যাদি৷ শিবির চলাকালীন বিভিন্ন বিষয়ের ওপর জাতীয় স্তরের আলোচনাচক্রেরও আয়োজন করা হয়েছে৷ এছাড়াও ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পৰ্যন্ত নাটক ও সৃজনশীল নৃত্যের ওপর সাংস্কৃতিক কৰ্মশালাও আয়োজিত হবে৷ বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত হবে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পৰ্যন্ত৷ এই সময় ন্যাশনাল হেলথ মিশনের সহযোগিতায় স্বাস্থ্যমেলারও আয়োজন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *