শিলচরে মৈত্রেয়ী সংঘের সপ্তবিংশতি বর্ষপূর্তি পালিত

বরাক তরঙ্গ, ৮ মার্চ : বিগত ৬ মার্চ প্রেমতলাস্থিত জননী এপার্টমেন্টের “প্রয়াস” অনুষ্ঠান স্থলে মৈত্রেয়ী সংঘের সপ্তবিংশতি বর্ষপূর্তি পালিত হল আন্তরিক পরিমণ্ডলে। এদিন সংস্থার সদস্যদের পরিবেশনায় সংঘ সঙ্গীত ও “আমরা করবো জয়” গণসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হারমোনিয়ামে নবনীতা দাস, তবলায় ভাস্কর দাস ও সিন্থেসাইজারে বিধান লস্কর দুটি সঙ্গীতে অনবদ্য মাত্রা যোগ করে।

মৈত্রেয়ী সংঘের লক্ষ্য নিজেদের পরম্পরা, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা : সুমিত্রা

এদিন সভাপতির ভাষণে সুমিত্রা দত্ত মৈত্রেয়ী সংঘের উদ্দেশ্য বিধেয় সংক্ষেপে ব্যাখ্যা করেন। তিনি বলেন মৈত্রেয়ী সংঘের লক্ষ্য হচ্ছে নিজেদের পরম্পরা, নিজেদের সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার প্রচার প্রসারে ব্রতী হওয়া। সেই অর্থে এই সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং এই প্রচার কর্মটাই তাদের সামাজিক কর্ম ও ধর্ম বলে মন্তব্য করেন তিনি। সুমিত্রা দত্ত আরও বলেন এই সংস্থার সদস্যরা কেউ সেই অর্থে মনোরঞ্জনকারী অনুষ্ঠান পরিবেশক নয়। “দশে মিলে করি কাজ” এর দর্শনে বিশ্বাসী সকলের সহযোগিতা নিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। আজকের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয়।

সভানেত্রীর স্বাগত বক্তব্যের পর সুমিতা ভট্টাচার্য সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। এরপর তিনটি সংগঠনকে মৈত্রেয়ী সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির বিপুল কর্মযজ্ঞে বিমুগ্ধ মৈত্রেয়ী সংঘ তাঁদের হাতে তুলে দেন একটি সম্মাননা স্মারক ও নগদ সামান্য পাঁচ হাজার টাকা। সংস্থার পক্ষ থেকে তা গ্রহণ করেন মহুয়া দাাস, যাদব সাহা ও প্রদীপ রায়।  সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রদীপ দত্ত রায়ও। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন শ্রীমতী মহুয়া দাস। 

শিলচরে মৈত্রেয়ী সংঘের সপ্তবিংশতি বর্ষপূর্তি পালিত

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের দ্বিতীয় সম্মাননা স্মারকটি তুলে দেওয়া হল “সম্মিলিত লোকমঞ্চ” এর হাতে। শেকড়ের সন্ধানে তার যাত্রা, পুনরুদ্ধারের জন্য তার ঐকান্তিক প্রয়াস মৈত্রেয়ী সংঘেরও এরই প্রচার লক্ষ্য। তাছাড়াও বরাক উপত্যকায় লোক সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করার জন্য এই সংস্থার হাতে তুলে দেওয়া হল সম্মাননা স্মারক। এদিন সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে স্মারক সম্মাননা গ্রহণ করেন সভাপতি ডঃ অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস,  সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাশ সহ সংস্থার অন্যান্য সদস্যরা। মৈত্রেয়ী সংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর দাস। 

শিলচরে মৈত্রেয়ী সংঘের সপ্তবিংশতি বর্ষপূর্তি পালিত

এদিনের অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন গানে গৌতম সিংহ ও নবনীতা দাস। আবৃত্তিতে শান্তশ্রী সোম, নাচে শম্পা বণিক। তাছাড়াও ধামাইল নাচ পরিবেশন করে দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। সবশেষে “কোরাস” পরিবেশিত সমরেশ বসুর গল্প অবলম্বনে অনুষ্ঠিত নাটক “আদাব” দর্শকদের মন জয় করে নেয়। অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী বা প্রতিষ্ঠানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মৈত্রেয়ী সংঘের সদস্যরা। অতিথিদের বরণ করা হয় উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে।

এটাও উল্লেখ করতে হয়, সমকাল ও প্রয়াস তাদের ঘরটি দেওয়াতে এই অনুষ্ঠান সম্ভব হয় বলে মৈত্রেয়ী সংঘের পক্ষ থেকে জানানো হয়। এও বলা হয় সুপ্রদীপ দত্ত রায়, কানাই দাস, ভাস্কর দাস না থাকলে এই অনুষ্ঠান সম্ভব হত না। এই কথা মৈত্রেয়ী সংঘের সদস্যরা বার বার উল্লেখ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মধুমিতা রায়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্তা পাল দাস। 

Author

Spread the News