তুরস্কের উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে সাত শিশুসহ ২২ জনের মৃত্যু
১৬ মার্চ : তুরস্কের কানাক্কেলের উপকূলে একটি শরণার্থী বোঝাই নৌকা ডুবে সাত শিশুসহ ২২ শরণার্থী মারা গেছেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, নৌকাটি তুরস্কের বৃহত্তম দ্বীপ গোকসেদার উপকূলে ডুবে যায়।
দ্বীপটি উত্তর–পশ্চিমাঞ্চলীয় কানাক্কাল প্রদেশের উপকূলে এজিয়ান সাগরে অবস্থিত।
উদ্ধারকাজ চালাচ্ছে কোস্ট গার্ড সহ অন্যান্য বাহিনী। প্রসঙ্গত, তুরস্ক প্রায় ৪০ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক।