১৯ জানুয়ারি : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল হাই স্পিড ট্রেন। তা সজোরে ছিটকে গিয়ে ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে। মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১০০ জন। ইতিমধ্য়েই উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আদামুজ় শহরের কাছে। রবিবার বিকেলে আইরো হাই স্পিড ট্রেন আসছিল মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশ্যে। উল্টোদিকে মাদ্রিদ থেকে হুয়েলভার দিকে আসছিল রেনফে পরিচালিত আরেকটি হাইস্পিড ট্রেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদ্রিদগামী ট্রেনটি একটি স্টেশন ছাড়ার ১০ মিনিট পর, আদামুজ়ের কাছে লাইনচ্যুত হয়ে যায় এবং পাশের ট্র্যাকে উঠে যায়। ওই ট্র্যাক দিয়েই আসছিল মাদ্রিদ থেকে হুয়েলভা গামী ট্রেন। এরফলে মুখোমুখি সংঘর্ষ হয় দুই ট্রেনের। আইরো হাই স্পিড ট্রেন ৩০০-রও বেশি যাত্রী ছিল। উল্টোদিকে, রেনফে সার্ভিসের ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল দুর্ঘটনার সময়। মুখোমুখি সংঘর্ষের জেরে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। রেনফে ট্রেনের চালকেরও মৃত্য়ু হয়েছে। আহত ১০০ জন যাত্রীর মধ্যে ২৫ জনের অবস্থা সঙ্কটজনক।
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকলকর্মী, রেড ক্রসের সদস্যরা পৌঁছয় দুর্ঘটনাস্থলে। রাতভর উদ্ধারকাজ চলেছে। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের কামরার ভিতরে অনেক যাত্রী ঘণ্টাখানেক আটকে ছিলেন। আইরো ট্রেনের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও, রেনফে ট্রেনের কামরাগুলির অবস্থা ভয়াবহ। উদ্ধারকারীরা নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কতজন ভিতরে আটকে রয়েছে বা মারা গিয়েছে। মাদ্রিদ ও আন্দালুসিয়ার হাসপাতালগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে।



