এখনও কয়লা খনিতে আবদ্ধ ২০ শ্রমিক উমরাংশুতে, উদ্ধার কাজে সেনাবাহিনীও

এখনও কয়লা খনিতে আবদ্ধ ২০ শ্রমিক উমরাংশুতে, উদ্ধার কাজে সেনাবাহিনীও

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উমরাংশু কয়লা খনিতে আটকা পড়া শ্রমিকদের। উদ্ধার অভিযান অব্যাহত! নেমে সেনা বাহিনীও। আসছে বিশাখাপত্তনম থেকে বিশেষ ডুবুরি দল। উমরাংশুর কালামাটিতে অসমের কয়লা খনিতে প্রায় ২০ জন শ্রমিক আটকা পড়েছে। ইতিমধ্যে নয় শ্রমিকের পরিচয় উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকাল ৯ টা থেকে কয়লা কোয়ারির ভেতরে আটকে রয়েছেন ২০ জন শ্রমিক। ৩০০ ফুট গভীর কয়লা কোয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় ১০০ ফুট জল জমা হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তা বাড়ছে।

Author

Spread the News