কুম্ভিরগ্রাম বিমানবন্দরে ২০কোটির মাদক সহ গ্রেফতার ২ যাত্রী
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার বাজেয়াপ্ত করা হল মেথামফেটামিন নামে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য। বৃহস্পতিবার কাছাড় পুলিশ ও সিআইএসএফের যৌথ অভিযানে নেমে এই সাফল্য পেল।
গ্রেফতার করা হয়েছে দুই বিমান যাত্রীকে। ধৃত দুই বিমানযাত্রীর একজন জোসেফ লানলুইয়া (২২) মিজোরামের আইজলের বাসিন্দা, অন্যজন এফ লালমাঙ্গাইজোয়ালা (৩০) সে রাজ্যেরই চাম্পাই এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪ কেজি মেথামফেটামিন। আন্তর্জাতিক বাজারে এসবের মূল্য প্রায় ২০ কোটি টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিআইএসএফের সহযোগে বিমানবন্দরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে পাকড়াও করে। ধৃত দু’জন কলকাতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে অপেক্ষা করছিল। তাদের ল্যাগেজের ভেতর খুব কায়দা করে ছোট্ট একটি চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল চারটি প্যাকেটে থাকা মাদকদ্রব্য।
তিনি জানান, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী, ধৃতরা মিজোরাম থেকে মাদকদ্রব্য নিয়ে এসেছিল। এবং যেহেতু কলকাতার বিমানের টিকিট কেটেছিল, এতে অনুমান করা হচ্ছে তারা এসব নিয়ে যাচ্ছিল কলকাতায়। তিনি আরও জানান ভাষাগত সমস্যার দরুন দুজনকে জিজ্ঞাসাবাদ করতে কিছুটা সমস্যা হচ্ছে। এর জন্য দুভাষীর সাহায্য নেওয়া হচ্ছে।