দুর্ঘটনা মামলায় পুলিশ কর্মকর্তার নামে টাকা আদায়, গ্রেফতার ২ সাংবাদিক
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : নগাঁও জেলার কচুয়ায় এক লজ্জ্বাজনক ঘটনা সংঘটিত হল। এবার মৃতের নামে দালালি করে পুলিশ কর্মকর্তার নামে টাকা আদায়ের অভিযোগে কচুয়ার দুই সাংবাদিক ভাইকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে চলতি বছরের ১২ অক্টোবর কচুয়া তিনিআলিতে এক দুর্ঘটনা সংঘটিত হয়। একটি অল্টো (AS 05 R 8820) আলিটাঙনি গ্রামের সামু দেবনাথ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের।
এ ঘটনায় নিহতের পরিবার কচুয়া থানায় মামলা করেছে। বিষয়টি নিষ্পত্তি করে দেবে বলে আব্দুল হাসিমের কাছ থেকে দুই পোর্টাল সাংবাদিক ভাই মোজাক্কির আহমেদ এবং মোস্তফা কামাল নগাঁও জেলা পুলিশ সুপার, চক্র পুলিশ কর্মকর্তা এবং কচুয়া থানায় মামলা ম্যানেজ কথা বলে আড়াই লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এরপর বিষয়টি মিমাংসা না হয়ে মামলা পঞ্জীয়ন হয়ে আদালতে পৌঁছে। আব্দুল হাসিম বাদী হয়ে দুই প্রতারক সাংবাদিকের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করে পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। পুলিশ দুই সাংবাদিককে গ্রেফতার করেছে।