কাজিডহরে নোংরা জল নিয়ে দু’পক্ষের মারপিটে আহত ২

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : চলাচলের রাস্তা দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হলেন দু’জন। উভয় পক্ষ মামলা দায়ের করলেন। জানা গিয়েছে, সোনাইর কাজিডহর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর সকুল উদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশেই স্থানীয় মজবুল হুসেন লস্করের বাড়ি। সকুল উদ্দিনের বাড়ির সীমানা ঘেঁসে ঘর বানানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতবেদ দেখা দেয়।

এদিকে, মজবুল হুসেনেরে ঘরের পিছনে রয়েছে শৌচালয়ের পাইপলাইন। সেখান থেকে নোংরা জল বেরিয়ে সকুল উদ্দিনের পথ বেয়ে তার রান্নাঘরের কিনারা দিয়েই প্রবাহিত হয়। আর এর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতবেদ দেখা দেয়। এনিয়ে গ্রামের মুরব্বীদের কাছে বিচার চাইলে আজ অর্থাৎ রবিবার সকাল ১০ টার দিকে মজবুলের পরিবারের লোক সকুলের পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তার রেষ ধরে উভয় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে এজাহার মতে ও সকুল উদ্দিনের বক্তব্য থেকে জানা যায়। এই সংঘর্ষে সকুল উদ্দিন গুরুতর ভাবে আহত হয়। পরে তাকে পাড়াপ্রতিবেশি সহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তার মাথায় জখম গুরুতর থাকায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাস্পাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এদিন সকুল উদ্দিন লস্কর এনিয়ে মজবুল  সহ মোট ৩ জনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা রুজু করেন। রবিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকুল উদ্দিন ঘটনার বিস্তারিত তুলে ধরে, সঠিক তদন্তক্রমে পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আহবান জানান। এদিকে এই সংঘর্ষে মজবুল হুসেনের স্ত্রী মনোয়ারা বেগম লস্কর ও আঘাতপ্রাপ্ত হয়েছেন। এনিয়ে মনোয়ারা বেগম ও সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Author

Spread the News