নৌকাডুবির ঘটনায়১৯ জনের মৃত্যু, চলছে উদ্ধার কাজ

৩০ নভেম্বর : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখনো চলছে উদ্ধারকাজ। এ তথ্য জানিয়েছেন মাই-নদোম্বে প্রদেশের গভর্নর।

প্রদেশটির মাই-নদোম্বে হ্রদে হঠাৎ দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়। রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার রাতে কিরি গ্রাম থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই হ্রদে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। কঙ্গোর অনেক গ্রামীণ অঞ্চলে নদীপথই প্রধান যোগাযোগ মাধ্যম, ফলে পুরোনো ও অনিরাপদ নৌযানের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

গভর্নর এনকোসো কেভানি লেবন জানান, শুক্রবার প্রথম দিন ৯টি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন পানিতে ভেসে ওঠা আরও ১০টি মরদেহ পাওয়া গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯। জীবিত উদ্ধার করা হয়েছে ৮২ জনকে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গভর্নরের ভাষ্যে, দমকা বাতাসের ধাক্কায় নৌকার দুটি ইঞ্জিনের একটি নষ্ট হয়ে গেলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *