২৩ ডিসেম্বর : ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন যাত্রী। রবিবার রাতে রাজধানী জাকার্তা থেকে যোগকার্তা যাওয়ার পথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কংক্রিটের দেয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি জাকার্তা থেকে রওনা দিয়েছিল। টোল রোডের কাছে পৌঁছলে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বাসটি দেয়ালে ধাক্কা খেয়ে উলটে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছয়।
উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের জানালা ভেঙে কাচ যত্রতত্র ছড়িয়ে পড়েছিল। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গন্তব্যে পৌঁছনোর তাড়ায় বাসের গতিবেগ অত্যধিক ছিল। রাতের অন্ধকারে গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এই বিপত্তি ঘটেছে। যান্ত্রিক গোলযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


