উত্তরপ্রদেশের ১৭ পুর কর্পোরেশনের নির্বাচনে ১৬ টি বিজেপির

১৩ মে : উত্তরপ্রদেশের পুর কর্পোরেশনের নির্বাচনে রাজ্যের ১৭টি পুর কর্পোরেশনের প্রাথমিক প্রবণতা এসেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৭টি মেয়র পদের মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে আগ্রায় এগিয়ে রয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। রাজ্যের প্রধান বিরোধী সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেস মেয়র নির্বাচনে প্রতিটি আসনেই পিছিয়ে রয়েছে।

সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক প্রবণতায় বিজেপি পুরসভা ও নগর পঞ্চায়েতেও এগিয়ে রয়েছে। যেখানে সপা এবং বিএসপি এখনও যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

আজ সকাল ৮টা থেকে উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় নগর সংস্থার ভোট গণনা চলছে। ১৭টি পুর কর্পোরেশন, ১৯৯টি পুরসভা এবং ৫৪৪টি পঞ্চায়েত সহ মোট ৭৬০টি আসনের জন্য রাজ্য জুড়ে ৩৫৩টি ভোটকেন্দ্রে ভোট গণনা করা হচ্ছে। দুপুর ১টার পর থেকে পুর কর্পোরেশনের নির্বাচনের ফলাফল আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

Author

Spread the News