যুদ্ধবিরতির পক্ষে ভারতসহ ১৫৩টি দেশ

আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইজরায়েল : বাইডেন______

১৩ ডিসেম্বর : জাতিসংঘে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। অন্যদিকে, এক অনুষ্ঠানে গাজা নিয়ে বক্তব্য রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই প্রস্তাব তুলেছিল মৌরিতানিয়া ও মিসর। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত ও বাংলাদেশ সহ ১৫৩টি দেশ। তবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলসহ ১০টি দেশ। ভোট ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।

ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

Author

Spread the News