চিনির কেজি ১৫০, পেঁয়াজ ঠেকেছে ১৩০ টাকায়

১৩ নভেম্বর : আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, দুই সপ্তাহ আগেও বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। সেই চিনি এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। প্যাকেটজাত চিনির দাম রাখা হচ্ছে কেজি ১৫০ টাকা।লাগামহীন ভাবে চিনির দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। নিত্যপণ্যের মতোই বাজারে ভোক্তাদের জিম্মিদশা এখন নিত্যসঙ্গী চিনিও। অন্যদিকে পেঁয়াজ ঠেকেছে ১৩০ টাকায়।

এদিকে, দাম বাড়ানোর আভাস দিয়েই কোম্পানিগুলো ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে দাবি ডিলার-পাইকারদের।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসিক প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে ২০১০ সালের নভেম্বরের পর সর্বোচ্চে উঠেছে। পরে অক্টোবরে দাম কমেছে ঠিকই, তবে তা এক বছর আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

এদিকে বৈশ্বিক অস্থিরতার ইঙ্গিতে চলতি মাসের শুরুতে অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ৩ হাজার টাকা থেকে কমিয়ে করা হয় ১ হাজার ৫০০ টাকা আর পরিশোধিত চিনির শুল্ক অর্ধেক কমিয়ে করা হয় ৩ হাজার টাকা। বাজার নিয়ন্ত্রণে সরকারের চেষ্টা যখন দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেয়া, তখন বাজার চলছে ঠিক উল্টো পথে।

Author

Spread the News